গ্রামীণ ব্যাংক |শিক্ষানবিশ অফিসার পদের ভাইবা সংক্রান্ত -
২০২৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তির ভাইবা শুরু হবে ৪ এপ্রিল থেকে, শেষ ১৭ এপ্রিল।-
গত বছর গড় ১০০ জন+- প্রতি দিন ভাইবা নিয়েছিলো। বড় একটা অডিটোরিয়াম রুমে নিয়ে বসাবে তারপর রোল নং ধরে ডেকে ক্রস চেক করে আপনাদের সিরিয়াল অনুসারে ৮-১০ জনের গ্রুপ করে উপরের একটা কনফারেন্স রুমে নিয়ে বসাবে। তারপর সিরিয়ালি ভাইবা শুরু হবে। কাগজপত্র যা চেক করার তা নিচে থেকে চেক হবে তভুও সাথে রাখতে হবে।
-
এখন কী ধরনের প্রশ্ন করবে??
-
আপনার মাস্টার্ষ শেষ হয়ছে কিনা? বাবা কি করেন? পরিবারে কত জন? আপনি কোথায় পড়াশুনা করছেন বর্তমান কই থাকেন?
-
সাবজেক্ট থেকে ২/১ টা প্রশ্ন করবে। ব্যাংক সম্পর্কে প্রশ্ন করবে। পদের কাজ সম্পর্কে প্রশ্ন করবে। আপনার রাঙামাটি, সিলেট পোস্টিং দিবে করবেন কিনা জিজ্ঞাস করবে।
-
কিছুক্ষেত্রে আপনি জব প্রিপারেসন নিচ্ছেন কিনা? কটা ভাইবা দিছেন জিজ্ঞাস করবে। পুরা ভাইবা বাংলাতে হবে। তবে আপনি ইংলিস ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টে পড়লে সেটা থেকে ইংলিস টার্ম জিজ্ঞেস করবে।
অন্য ব্যাংকের মতো ১০-১৫ মিনিট ধরে ভাইবা হবে না। বরং রোজার মাসে খুব সময়ে ছাড়বে। টেনসন করার কিছু নাই। প্রিলি, রিটেন, ভাইবা মার্ক যোগ করেই মেধা তালিকা করবে। যতোটুকু শুনছি একসাথে রেজাল্ট দিলেও আলাদা দিনে ট্রেনিং দিয়ে পোস্টিং দিবে।
-
সিনিয়র অফিসার গ্রেডের ভাইবা। সুতরাং ফর্মাল লুক দেখবে...!!
ধারনাগত তথ্য ( ব্যক্তিগত)
-
সম্ভাবতো ১২০০ জন ভাইবা দিবে।
১/৩ হিসাবে যেহেতু ব্যাংক নিয়োগ হয় সুতরাং ৪০০ নিয়োগ আশা করা যায়। আশার কথা কম্বাইন্ড ব্যাংক ২০১৮ ভিত্তিক ক্যাশের রেজাল্ট হওয়াতে অনুপস্থিত থাকবে কমপক্ষে ২০০ জন। সুতরাং যদি ১০০০ জন থাকে তবে সেই হিসাবে আপনাদের চাকরির চান্স প্রায় ৫০/৫০। ( ৪ তারিখ ভাইবা শুরু হলে বিস্তারিত জানাবো)
এর বাইরে কিছু জানার থাকলে নক করতে পারেন। তবে মার্জিন প্রশ্ন করবেন প্লিজ।
শুভ কামনা।
লিখেছেন-
অভি দীপ্ত
0 Comments