নেদারল্যান্ডে স্ক্লারশীপ


 উচ্চ শিক্ষায় নেদারল্যান্ডস হতে পারে নতুন দিগন্ত।

পশ্চিম ইউরোপের এই দেশটি সকল সূচকে ১ থেকে ১০ এর মধ্যে থাকে। আমাদের দেশের ব্যাপক বেকারত্বের হার ও অল্পতে ঝরে পড়ার হার দেথে সবাইকে একটু পথ দেখানো ক্ষুদ্র চেষ্টা।
সদ্য HSC যারা দিয়েছ, বি.সি.এস বা ব্যাংক চাকুরি নিয়ে হতাশ আথবা লেকচারার হিসেবে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা এইটা নিয়া ঝাপায়া পরতে পারেন। 😁
ভুল গুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
উচ্চ শিক্ষা বলতেই আমরা আমেরিকা, কানাডা বা অসট্রেলিয়ার কথা ভাবি। নেদারল্যান্ডস নিয়ে তেমন আলচনা নাই তাই এত এত সুযোগ অজানাই থেকে যায়।
মোটামুটি সবচেয়ে বশি যে প্রশ্নের মুখ মুখি হই তা থাকে শুরু করা যাক।
১) নেদারল্যান্ডসে চাকরি করে কি পড়াশোনা করতে পারব?
উঃ পারবেন। একটু অবাক হলেন? বেশিরভাগ ছাত্র পারে। উলাল্লা। কথা হইলো আপনাকে হতে হবে মেধাবী ও পরিশ্রমি। পড়াশোনা ও কাজ সমান ব্যলেন্স করে নিতে হবে। আর জব পাবার জন্য অবশ্যই বড় সিটি যেমনঃ আমস্টারডাম, রটারডাম, দ্যা হেগ এবং উতরেক্খ কে বেঁছে নিতে হবে। ১৬ ঘন্টার পারমিট আছে সপ্তাহে। সবাই এভারেজ ২৫-৩০ ঘন্টা কাজ করে। বৈধ কাজের সময় ৯ ইউরো মিনিমাম।
২) শিক্ষা গত যোগ্যতা কেমন লাগে?
উঃ স্নাতকে জন্য HSC তে পাশ মার্কস থাকতে হবে এবং নুন্যতম IELTS 5.5 থাকলে ৬ মাসের ল্যংগুয়েজ কোর্স ও IELTS 6 থাকলে সরাসরি স্নাতক কোর্স। তবে আমি বলবো সরাসরি স্নাতকে আসা ভাল। মাস্টার্সে নুন্যতম IELTS 6 থাকলে প্রি-মাস্টার্স কোর্স ও IELTS 6.5 থাকলে মাস্টার্স কোর্সে আসতে পারবেন। স্কলারশিপের জন্য ৭০% মার্ক্স থাকতে হবে ও IELTS 6.5 ও 7 দরকার।
৩) টিউশন ফিস কত লাগে?
উঃ ব্যাচেলরের জন্য ৭৫০০ থেকে ১২০০০ ইউরো। এপ্লাইড সাইন্সে কম হয়ে থাকে। মাস্টার্সে ১১০০০ থেকে ১৫০০০ ইউরো। PHD তে সবাই স্কলারশিপ নিয়েই আসে। এ ছাড়া ও এ্যামবাসি ফিস ২৬০ ইউরো টিউন ফিসের সাথে দিয়ে দিতে হবে। এবং বিশ্ববিদ্যালয় ভেদে ১০০ ইউরো এডমিশন ফিস ও নেয়। তবে এপল্যাইড সাইন্সে নেয়না।
৪) ব্যাংকে কত টাকা দেখানো লাগে?
উঃ এই ক্ষেত্রে আপনাকে ১০৫০০ ইউরো বিশ্ববিদ্যালয়ে টিউশন ফিসের সাথেই পাঠিয়ে দিতে হবে যেটাকে তারা ফাইন্যেনসিয়াল গ্যরান্টি বলে। টাকাটা এই খানে আসার পরে ব্যাংক একাউন্ট ওপেন করলে ৩ কার্য দিবসে দিয়ে দেয়।
সবচেয়ে বড় দিক হলো এই খানে টিউন ফিস ও একোমডেশনের টাকা দিয়ে দিলে ভিসা ৯৯% পাবেন যদি আপনার সার্টিফিকেট জাল না হয়।
৫) স্কলারশিপ কি পাওয়া যায়?
উঃ ব্যাচেলরে ৩০০০ থাকে ৫০০০ ইউরো এক কালিন পাওয়া যায়।
মজার বেপার হইলো মাস্টার্সে ও পি. এইচ.ডিতে ফুল ফ্রি ও স্টাফিন সহ আসা যায়। (অনেকের জন্য আশার আলো ফুটলো) 😂😃😄
হুম ভাই তবে আপনাদের জন্যই রাত জেগে এই ক্ষুদ্র চেষ্টা।
আরেকটু জানুন যে ছোট এই দেশটি পৃথিবীর সবচেয়ে বেশি টাকা মনেহয় ছাত্রদের দেয়। ১২০০ থেকে ২৯০০ ইউরো প্রতি মাসে আপনাকে দেয়া হবে। যা বাংলাদেশর যেকোন চাকরি থেকে বেশি। এ ছাড়াও ৫০০০ হাজার ইয়োরো এক কালিন।
কি কি স্কলারশিপ আছে তা একনজরে যেনেনি।
★University Excellence Scholarship only for undergraduate 3000 euro at once.
★Holland Scholarship for undergraduate and masters : 5000 euro at once.
★OKP scholarship for masters and PhD full free and 1200 to 2900 euro monthly allowance. 😋
★Erusmus+ full free scholarship.
OKP এর ডেডলাইন ১৫ জানুয়ারি। এখনই উপযোগী সময় বন্দুক নিয়ে ঝাপায়া পরার। ওই ডিচ্যা ডিচ্যা।
এই সাইটিতে জান সব পাবেনঃ https://www.studyinholland.nl/scholars.../find-a-scholarship
বছরে দুটি সেশন। সেপ্টেম্বর ও ফেব্রুয়ারি। ডেডলাইন মে ৩১ ও ওকটোবর ৩১। শুধু সেপ্টেম্বরে সকাল স্কলারশিপ দেয়। OKP এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
৬) কাগজ কি কি লাগবে?
উঃ সকল একাডেমির সার্টিফিকেট ও মার্কসিট, জন্ম সনদ(ইংরেজিটা), জব সার্টিফিকেট ২ বছারের থাকলে ভাল, ECA যদি থাকে, দুইটা রিকমেনডেশন লেটার।
জি.আর. ই, জি. ম্যাট, আই.ই.এল.টি.এস. বা পাবলিকেশন না থাকলেও হয়। তবে যার জোগ্যতা যত বেশি সে বেশি স্টাফিন পায়। স্কলারশিপের খেত্রে আগায়া থাকে। এইটা নিয়ে একটা লইভ সেশন করব Abroad Inquiry থেকে। নজরে রাখবেন।
৭) কিভাবে এপ্লাই করব?
এই খানে অনেকেই শেষ। কালকেই দালালদের পিছনে দৌউর। 😄
* এই খানে একটি একাউন্ট ওপেন করবেন। www.studielink.nl। নাম, ঠিকানা আর পাসপোর্ট ডিটেইলস লগবে।
* এই বার www.studyinholland.nl যেয়ে আপনার সাবজেক্ট লিথে সার্চ দেন। বিশ্ববিদ্যালেয় সব ত্যথ পাবেন।
* studielink এ ফিরেজান। ৪ টা বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করতে পারবেন এক সেমিস্টারে।
*এপ্লাই করার পরে বিশ্ববিদ্যালয় আপনার সাথে যোগাযোগ করবে। ব্যাস। কেল্লা ফতে।
উল্লেখ যে, ভিসার জন্য বাংলাদেশেই কনসুলেট আছে, তাই অন্য কোথাও যেতে হবে না।
শেষ করার আগে, সবাই যার যার ওয়ালে পোস্টি কপি পেস্ট মারেন যেন সবার কাছে পৌঁছে যায়। নিজের নামে ও চালাইতে পারেন আামার কোনো সমস্যা নাই। শুধু সেয়ার করেন। 🤗
জনাব, বন্দুক নিয়া ডিচ্যা ডিচ্যা করে নিজের হতাশাই মারবেন? অন্যরা ও যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তারও সুযোগ দেন।
৮) পি.আর. কি পাওয়া যায়?
উঃ যায়। PHD যারা করেন তাদের জন্য অনেক সহজ। কারণ এইটাকে কাজ হিসেবে গনা হয় তাইত ২১০০ থেকে ২৯০০ ইউরো মাসে দেয়। যাইহোক, 5 বছর বৈধ ভাবে থাকতে হবে। ব্যচেলরের পরে ১ বছর ও মাস্টার্সের পরে ১ বছর কাজের সুযোগ দেয় ড্যাচ সরকার। তখন ৩ বছরের জন্য কেউ কাজের পারমিশন নিয়ে দিলে বাকি থাকে ল্যেংগুয়েজ শেখা। সাবজ্যক্ট রিলেটেড কাজ পাইতে হবে এমন কোন কথা নাই। A2 পাশ করতে হবে। সহজেই শিখেফেলতে পারবেন।
যাদের IELTS নাই বা কোন কাগজের শর্ট আছে আজই নেমে যান।
আমরা দক্ষ হয়ে গেলে সম্ভাবনাময় বাংলাদেশ আর এগিয়ে যাবে।
সকলের উচ্চ শিক্ষার সপ্ন আর বড় হোক। ভাল থাকুক তরুণ প্রজন্ম। এগিয়ে যাক বাংলাদেশ। সবার জন্য শুভ কামনা।
লিখেছেন Abu musa

Post a Comment

0 Comments