BCS preli tips

  * ৪৫তম বিসিএস পরীক্ষায় কার্যকরী প্রস্তুতিতে "নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন " বিষয়ের Study Plan ও সুনির্দিষ্ট পড়ার কৌশল **

✍️✍️✍️
## Stage No : 01 [Target Time :১৫০ মিনিট, Target Marks : ০৩]
** Category : 01 (সুশাসনের গুরুত্বপূর্ণ তথ্য ও সংজ্ঞা)
- সুশাসন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংজ্ঞা সমূহ (World Bank, কফি আনান, ম্যাককরনী, UNDP, মিশেল ক্যামডেসাস, প্লেটো, ভিকে চোপরা,ড. মহব্বত খান,The Oxford English Dictionary)
- সুশাসন সম্পর্কিত বেসিক তথ্য (বিশেষ করে ১৯৯০,১৯৯২,১৯৯৬,১৯৯৭ সালের উল্লেখযোগ্য ঘটনা)
- সুশাসন সম্পর্কে বিভিন্ন সংস্থার মন্তব্য (জাতিসংঘ, UNDP, বিশ্বব্যাংক)
** Category : 02 (সুশাসনের উপাদানসমূহ, বিখ্যাত বই)
- সুশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ (হালকা রিডিং)
- সুশাসনের উপাদানসমূহ (জাতিসংঘ, UNDP, কৌটিল্য, UNHCR, IDA, ADB, AFDB এর উপাদান সংখ্যা)
- সুশাসন সম্পর্কিত বিখ্যাত বইসমূহ
- সুশাসন প্রতিষ্ঠায় করণীয় ও সুশাসনের অন্তরায় উপাদানগুলো
## Stage No : 02 [Target Time : ১০০ মিনিট, Target Marks : ০২/০৩]
** Category : 01 (মূল্যবোধের সংজ্ঞাসমূহ ও প্রকারভেদ)
- মূল্যবোধের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ (৯/১০ টি মূল্যবোধের ধরন গুলো ভালো মতো দেখতে হবে)
- মূল্যবোধের গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ (ডাইজেস্ট + পৌরনীতি বিষয়ের বোর্ড বই)
** Category : 02 (মূল্যবোধের ভিওি, বিখ্যাত বই ও বেসিক তথ্য)
- মূল্যবোধের ভিওি বা উপাদান সমূহ রিডিং দিতে হবে। তাছাড়া বৈশিষ্ট্য সমূহ একবার পড়তে হবে।
- মূল্যবোধ সম্পর্কিত বেসিক তথ্য (ডাইজেস্ট থেকে ১ বার পড়লেই হবে)
- মূল্যবোধ সম্পর্কিত বিখ্যাত বইসমূহ
## Stage No : 03 [Target Time : ১০০ মিনিট, Target Marks : ০১/০২]
** Category : 01 (নীতিবিদ্যার ধারণা, সংজ্ঞাসমূহ)
- নীতিবিদ্যা বিষয়ক সংজ্ঞাসমূহ (ডাইজেস্ট + পৌরনীতি বোর্ড বই)
- নীতিবিদ্যার ধারনা (বৈশিষ্ট্য, মূলধারা,আর্দশ + কিছু গুরুত্বপূর্ণ তথ্য)
** Category : 02 (উল্লেখযোগ্য দার্শনিক ও বিখ্যাত বই)
- উল্লেখযোগ্য দার্শনিক (কার্ল মার্কস, বার্ট্রান্ড রাসেল, আরজ আলী মাতুব্বর, গোবিন্দ চন্দ্র দেব, সরদার ফজলুল করিম)
- নীতিশাস্ত্রের উপর রচিত বিখ্যাত বইসমূহ (বিশেষ করে Stuard Mil, Immanuel Kant, ম্যাকেঞ্জি, Plato, Aristotole, Pater Singer এর লেখা বইসমূহ)
## Stage No : 04 [Target Time : ১১০ মিনিট, Target Marks : ০১/০২]
** Category : 01 (আইনের সংজ্ঞা, উৎস)
- আইনের উৎস (জন অস্টিন, হল্যান্ড, ওপেনহাইম)
- আইন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ধারনা + গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ
** Category : 02 (অধিকার)
- অধিকারের শ্রেণীবিভাগ (সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক)
- বাংলাদেশের সংবিধানের কোন কোন জায়গায় মৌলিক অধিকার ও চাহিদা নিয়ে বলা হয়েছে তা জানা।
- নাগরিকের অধিকার ও কর্তব্য (হালকা রিডিং)
- নারী ও শিশু অধিকার (জাতিসংঘ ও বাংলাদেশের পদক্ষেপ)
## Stage No : 05 [Target Time : ১০০ মিনিট, Target Marks : ০২]
** কিছু গুরুত্বপূর্ণ Terms : (একটু ধারনা রাখতে হবে)
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ও আমলাতন্ত্র
- রাষ্ট্র (উপাদান + গুরুত্বপূর্ণ সংজ্ঞা)
- স্বাধীনতার বিভিন্ন রূপ
- সুশাসন, নৈতিকতা ও মূল্যবোধ যে ল্যাটিন শব্দ থেকে এসেছে সেগুলো নিয়ে একটু ধারনা রাখা
- জাতীয় শুদ্ধাচার কৌশল
- মূল্যবোধের চালিকাশক্তি
- সুশাসন সম্পর্কিত সূচক
- শ্বেতপএ, UNCAC ও স্বার্থের সংঘাত
- সুশাসন, নৈতিকতা ও মূল্যবোধের অভাবজনিত ফল
উপরে উল্লেখিত সময় ধরে পড়া শেষ করতে হবে বিষয়টা এমন নয়, যার যার দূর্বলতা অনুযায়ী একটু কম- বেশি সময় লাগতে পারে। তবে Aggressive Attitude + ইতিবাচক মানসিকতা বজায় রেখে পড়ার চেষ্টা করুন দেখবেন সৃষ্টিকর্তা আপনার পড়াশোনাকে বরকত দান করবেন এবং নিজের উপর বিশ্বাস ফিরে পাবেন।

নাহিদুল হক অনিক

Post a Comment

0 Comments