ডাচ বাংলা ব্যাংকের প্রিলিমিনারি ভাইভা/এ্যাসাসমেন্ট


 প্রথমেই অভিনন্দন যারা ডাচ বাংলা ব্যাংকের এমটিও পদের প্রিলিমিনারি এ্যাসাসমেন্ট এর জন্য মেসেজ পেয়েছেন।

প্রিলিমিনারি এ্যাসাসমেন্ট এ কি করে সেটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। 

প্রিলিমিনারি এ্যাসাসমেন্টে ১০/১২ জনের একটা গ্রুপ করে দিবে এরপর আপনাদের কে একটা টপিক দিয়ে দিবে। সেই টপিক অনুযায়ী আপনাদের গ্রুপের সবাই আলোচনা করবেন। এটাকে বলা হয় FGD (Focus Group Discussion)। 

স্যারেরা কোন কথাই বলবেনা তারা শুধু দেখবে। 

এইখানে মূলত যে যত কথা বলতে পারবেন সেই এগিয়ে থাকবে। কেউ চুপ করে থাকলে বাদ পড়ে যাবেন। যেহেতু এটা প্রতিযোগিতা মূলক পরিক্ষার অংশ তাই দেখবেন একজনের মুখের কথা আরেকজন কেড়ে নিচ্ছে। 

FGD (Focus Group Discussion) এরপর আপনাদের কে আরেকটা টপিক দিয়ে দিবে। সেই টপিকের উপর ২/৩ মিনিট প্রত্যেক কে প্রেজেন্টেশন দিতে হবে। 

টপিক মূলত সাম্প্রতিক সময়ে আলোচিত কোন টপিক দিয়ে থাকে। 

গতবার ১০০০+ কে প্রিলিমিনারি এ্যাসাসমেন্ট এর জন্য ডেকেছিলো। এরমধ্যে ৪৫০ জনকে ফাইনাল ভাইভার জন্য সিলেক্ট করা হয়৷ 

মনে রাখবেন প্রিলিমিনারি এ্যাসাসমেন্ট টা চুপ থাকলে বাদ পড়ে যাবেন। ইংরেজি পারেন আর না পারেন ঠিক হোক বা ভুল হোক শুধু বলতে থাকবেন। 

সবার জন্য শুভ কামনা রইলো।

Post a Comment

0 Comments