Road To Private Bank (1st Step)

 Road to Private Bank :

Part - 1 Subject: CV & Shortlisting

আসসালামুআলাকুম!
সবার এতো এতো মেসেজের জন্য ধন্যবাদ। আমি শুরু থেকেই Part by Part আমার মতামত বা অভিজ্ঞতা বা জ্ঞান যাই বলুন না কেন, আমি শেয়ার করবো। কোন ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কোন Quries, advice, addition থাকলে কমেন্টে জানাবেন।
চলুন শুরু করা যাক,
Private Bank এর সার্কুলার যখন আসে তখন প্রথম কাজটাই হলো Cv Drop করা / Apply করা।
Shortlisting এর ক্ষেত্রে সিভির ফরম্যাট Matter করে না তবে Content ম্যাটার করে। আপনি সিভির ডিজাইন যেভাবেই করুন না কেন অবশ্যই কিছু কন্টেট আপনাকে রাখতেই হবে।
কন্টেন্ট হিসেবে বিডিজবস আমার কাছে যথেষ্ট স্টান্ডার্ড মনে হয়। আপনার সুবিধার্থে কিছু কন্টেন্ট দেওয়া হলো:
1/ Contact Summary
2/ Career Objectives (Bank Releted)
3/ Employment History(If applicable)
4/ Academic Qualification
5/ Training Summary ( If applicable)
6/ Professional Qualification (If applicable)
7/ Field of Specialization (mention your skills)
8/ Extra Curricular Activities
9/ Language Proficiency
10/ Reference
11/ Declaration ( মানে উপরের সব তথ্য সঠিক যেটার ঘোষনা দেওয়া)
Things to remember :
- অবশ্যই একটি ফর্মাল ছবি দিবেন (ছেলেদের জন্য সুটেট, মেয়েদের জন্য এজ ইউজুয়াল)
- ইমেইল নাম্বারটা আপনার নামে রাখবেন।
- যেই নাম্বারটা আপনার প্রাইরিটিতে প্রথম সেটা ব্যবহার করবেন।
- যেহেতু পোস্টিং বেশিরভাগ ক্ষেত্রে পারমানেন্ট ঠিকানা অনুসারে হয় তাই আগেই ডিসাইড করে পারমানেন্ট ও বর্তমান ঠিকানা দিবেন।
-সিভি অবশ্যই ২ পেজের মধ্য রাখবেন।
অধিকাংশ ব্যাংকে কাভার লেটারের দরকার হয় না তাই সেটা নিয়ে লিখলাম না।
এবার আসি Shortlisting নিয়ে।
এটা নিয়ে মাঝে মাঝে অনেক কথা হয়।
Shortlisting এর ক্ষেত্রে কিছু কমন ব্যাপার দেখা হয় যেমন-
★ Your Institution
★ Subject/Major
★ Honours /Masters - CGPA
★ Experience
★ Extra Curricular Activities( যদিও এটা খুবই কম দেখে)
- বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পাবলিক এবং কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাধান্য পেয়ে থাকেন( আমার ব্যক্তিগত মতামত)। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শর্ট লিস্ট হওয়ার পরিমান কম নয়। যদিও ব্যাংক টু ব্যাংক Vary করে।
- রেজাল্ট অবশ্যই ৩+ (Out of 4) দেখেন। ৩.৫০ প্লাস যাদের কোন কোন ব্যাংকে তাদের শর্টলিস্ট বেশি দেখা যায় যদিও সেখানে প্রতিষ্ঠানও দেখা হয়। তবে ৩ থেকে ৩.৫০ অনেক সর্টলিস্ট হয়।
- স্বাভাবিকভাবে BBA এর সাবজেক্ট থেকে বেশি শর্টলিস্ট হয়। এছাড়াও বিজ্ঞান, মানবিক থেকেও প্রচুর শর্টলিস্ট হয়। (Economics/Banking/Finance/Marketing/Management /math/ Stat/CSE আরো কিছু বিষয় আছে যাদের প্রাধান্য বেশি থাকে শটলিস্টে।
- অভিজ্ঞতা দেখা হয় সেটা ইন্টার্নশিপও হতে পারে যদিও এটা খুব কম ব্যাংকই দেখে।
- Extra Curiicular তেমন দেখা হয় না Foreign ও কয়েকটি বিশেষ ব্যাংক ছাড়া।
যারা MTO/PO শর্টলিস্টে থাকছেন না তারা অবশ্যই Junior/Cash/Trainee/TSO এগুলোতে গুরুত্ব দিয়ে আবেদন করবেন। পাশাপাশি MTO/PO রেগুলার এপ্লাই করে যাবেন সকল ব্যাংকেই।
আর যদি দেখেন যে কোন একটায় আবেদন করতে হবে তাহলে আপনার শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা উপর থেকে দেখে যেকোন একটাতে করবেন।
ধন্যবাদ সবাইকে।
পরবর্তী পোস্ট সময় সুযোগ হলেই দিবো।
আমার লেখার বাইরে সিভি বা শর্টলিস্ট এর ব্যাপারে কোন পরামর্শ বা সংযোজন থাকলে কমেন্টে করতে পারেন।
উপরের লেখাটা নিতান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, ভুল ত্রুটি সংশোধন করে দিবেন।
Source - Arif Hossain

Officer (On Probation)
United Commercial Bank PLC.

Post a Comment

0 Comments