সিভি রাইটিং সার্ভিস নেওয়ার বিস্তারিত তথ্য

 আমরা কীভাবে সিভি রেডি করি- 

📝আপনার Work Experience, Education, Skills & Qualification এর ওপর ভিত্তি করে Career Objective/Career Summary লিখা হবে।

📝আপনার জব এক্সপেরিয়ান্স  গুলো থেকে এচিভমেন্ট গুলো বের করে সিভিতে ফুটিয়ে তুলা হবে। এক্ষেত্রে আপনাকে কল দিয়ে আপনার কাজের ধরণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া হবে।

📝আপনার সব ইনফরমেশন রিভিউ করে আপনার Soft Skills এবং  Core Competencies গুলোকে Sort out করে Highlights করে তুলে ধরা হবে। 

📝 CV/Resume তে Proper Action Verb/Strong Verbs ব্যবহার করা হবে।

📝ইনফরমেশন গুলোকে সুন্দর করে Present করা হবে।

📝CV/Resume তে Grammatical Error, Spelling Mistake এড়াতে  বার বার check দেয়া হবে।

📝Standard Format এ যেসব কন্টেন্ট থাকে সেইসব কন্টেন্ট এর ওপর ভিত্তি করেই CV/Resume টি বানানো হবে। 

📝আমরা আমাদের Experience থেকে যাচাই করে আপনার CV/Resume তে কি কি এড করতে হবে এবং কি কি বাদ দিতে হবে তা suggest করা হবে।

📝Editable  Word ফাইল দেয়া হবে। আপনি চাইলে পরবর্তীতে নিজেই এডিট করতে পারবেন।

📝ATS ফ্রেন্ডলি ফরম্যাটে সিভি চাইলে বানিয়ে দেওয়া হবে। 


সিভি রাইটিং চার্জ -

সিভি এবং কভার লেটার (ফ্রেশার্স)  ৯৫০/=

সিভি এবং কভার লেটার (এক্সপেরিয়ান্স) ১২৫০/=

অভিজ্ঞতা বেশি হলে চার্জ আলোচনা সাপেক্ষে।

ফুল প্যাকেজ  (সিভি, কভার লেটার, বিডি জবস, লিংকড-ইন)  কেউ নিতে চাইলেও দেওয়া হবে।

 আমাদের সিভি রাইটিং চার্জ বেশি নাকি কম ধরা হয়েছে এইটা নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারেন!

আসলে অনলাইনে কেউ কেউ ২৫০ টাকা দিয়েও সিভি রেডি করে দিচ্ছে আবার কেউ ২০০০/৩০০০ টাকা দিয়েও করে দিচ্ছে। সিভির মেইন জিনিস টা হচ্ছে কন্টেন্ট। নেট থেকে রঙিন একটা টেম্পলেটস দিয়ে কপি পেস্ট করে ইনফো গুলো বসিয়ে দিলে ২০ মিনিট লাগবেনা সেক্ষত্রে ২০০/২৫০ টাকা চার্জ অনেকেই নিতে পারে। 

কিন্তু কন্টেন্ট বেইজড সিভি রেডি করতে কয়েক ঘন্টা সময় লাগবেই। সেক্ষেত্রে চার্জ ও একটু বেশি হবে। এরপরেও আমরা অন্যদের চেয়ে তুলনামূলক কম রাখার চেষ্টা করেছি।

কিভাবে অর্ডার কনফার্ম করবেন?

আপনারা আমাদের সিভি রাইটিং সার্ভিস নিতে চাইলে আমাদের মেইল careeraidinbangladesh@gmail.com এ আপনার সকল ইনফো বা আগের সিভি পাঠাবেন। এরপর আমাদের বিকাশ নাম্বার দেওয়া হলে সেখানে ফুল পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন।

অর্ডার কনফার্ম এর ২ থেকে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে আপনার সিভি টি পেয়ে যাবেন। 

Post a Comment

0 Comments