ব্রুনাই দারুসসালাম ইউনিভার্সিটি স্কলারশিপ বিজ্ঞপ্তি ২০২৩


 ব্রুনাই দারুসসালাম ইউনিভার্সিটি স্কলারশিপ বিজ্ঞপ্তি ২০২৩

প্রোগ্রামঃ মাস্টার্স (১-২ বছর মেয়াদী) এবং পিএইচডি (৩ বছর মেয়াদী)
ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাওয়ানে অবস্থিত একটি জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে ছাত্র তালিকাভুক্তি এবং পাঠ্যক্রমের ক্ষেত্রে দেশের বৃহত্তম বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে। গত এক দশকে, সালতানাতে উচ্চ শিক্ষা চালু হওয়ার পর থেকে, সরকার ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামে অধ্যয়ন করার জন্য স্থানীয় এবং অ-স্থানীয় উভয়কেই হাজার হাজার বৃত্তি প্রদান করেছে। সরকার কর্তৃক বহন করা টিউশন ছাড়াও, বৃত্তির মধ্যে আবাসন, বই, খাবার, ব্যক্তিগত খরচের পাশাপাশি ব্রুনাই সরকারী হাসপাতালে পরিপূরক চিকিৎসার জন্য বার্সারিও অন্তর্ভুক্ত থাকবে যেখানে ভ্রমণের খরচ ব্রুনাই দারুসসালাম বিদেশী মিশন দ্বারা ব্যবস্থা করা হবে। উৎপত্তি দেশ বা তাদের দেশের নিকটতম ব্রুনাই দারুসসালাম মিশন।
স্কলারশিপের আওতায় সুবিধাসমূহঃ
১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করবার সুযোগ প্রদান।
২. জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য প্রতি মাসে ৫০০ ব্রুনাই ডলার মাসিক ভাতা প্রদান করা হবে, যা প্রায় ৩৩ হাজার বাংলাদেশী টাকা।
৩. বিনাখরচে ইউনিভার্সিটির ক্যাম্পাসে থাকার ব্যবস্থা প্রদান।
৪. রাউন্ড ট্রিপ এয়ার টিকিট এর সুবিধা প্রদান (ইকোনমি ক্লাস)।
৫. গবেষণার জন্য আলাদা ভাতা প্রদান করা হবে, এক্ষেত্রে শিল্পকলা এবং মানবতা ফ্যাকাল্টির শিক্ষার্থীদের ১০০০ ব্রুনাই ডলার (৬৭ হাজার বাংলাদেশী টাকা) এবং বিজ্ঞান ফ্যাকাল্টির শিক্ষার্থীদের ২০০০ ব্রুনাই ডলার (১ লাখ ৩০ হাজার বাংলাদেশী টাকা) প্রদান করা হবে।
৬. একটি বার্ষিক বই ভাতা প্রদান করা হবে যা প্রায় ৬০০ ব্রুনাই ডলার (৪০ হাজার বাংলাদেশি টাকা)।
৭. একটি মাসিক খাবার ভাতা ১৫০ ব্রুনাই ডলার প্রদান করা হবে, যা প্রায় ১০ হাজার বাংলাদেশী টাকা।
আবেদন করবার যোগ্যতাসমূহঃ
১. মাস্টার ডিগ্রি প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে।
২. প্রার্থীদের পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
৩. যে প্রোগ্রামে আবেদন করবেন সেই প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।
৪. ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইএলটিএস একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ অথবা, মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদের প্রয়োজন হবে। তবে, যাদের নেই, তারাও আবেদন করতে পারবেন।
যে সকল বিষয়ে আবেদন করা যাবেঃ
# PhD Programs:
1. Anthropology
2. Applied Linguistics
3. Applied Physics
4. Art
5. Asian Studies
6. Biodiversity
7. Biology
8. Biomedical Sciences
9. Biotechnology
10. Brunei Studies
11. Chemical Engineering
12. Chemistry
13. Clinical Sciences
14. Computer Science
15. Economics
16. Education
17. Energy Studies
18. English Literature
19. Environmental Studies
20. Finance
21. Geosciences
22. Geography
23. History
24. Islamic Governance
25. Malay Language & Linguistics
26. Malay Literature
27. Management
28. Material Science
29. Mathematics
30. Midwifery
31. Professional Communication and The Media
32. Public Health
33. Public Policy
34. Sociology
35. Systems Engineering
36. Islamic Studies
# Master Programs:
37. Anthropology (Research)
38. Art (Research)
39. Brunei Studies (Research)
40. English Language and Linguistics (Research)
41. English Literature (Research)
42. Environmental Studies (Research)
43. Geography (Research)
44. History (Research)
45. Islamic Civilization and Contemporary Issue (Research)
46. Malay Language and Linguistics (Research)
47. Malay Literature (Research)
48. Professional Communication and The Media (Research)
49. Sociology (Research)
50. Asian Studies (Research)
51. Economics (Research)
52. Education (Research)
53. Education (Coursework)
54. Chemical Engineering (Research)
55. Systems Engineering (Research)
56. Finance (Research)
57. Biomedical Sciences (Research)
58. Clinical Sciences (Research)
59. Midwifery (Research)
60. Public Health (Research)
61. Islamic Governance (Research)
62. Management (Research)
63. Medicine (Coursework)
64. Applied Physics (Research)
65. Biodiversity (Research)
66. Biology (Research)
67. Biotechnology (Research)
68. Chemistry (Research)
69. Computer Science (Research)
70. Energy Studies (Research)
71. Geosciences (Research)
72. Mathematics (Research)
73. Material Science (Research)
74. Master of Teaching
আবেদন করতে যা যা লাগবেঃ
১. আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
২. আবেদনকারীর সিভি।
৩. একাডেমিক পেপারস।
৪. রেফারেন্স লেটার দুইটি।
৫. স্টেটমেন্ট অব পারপাস।
৬. আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশনের সনদ (যদি থাকে)।
৭. রিসার্চ প্রপোজাল (পিএইচডি)।
৮. অন্যান্য পেপারস (যদি থাকে)।
©Scholarship Circular
আবেদন পদ্ধতিঃ
আবেদনকারীকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নির্দেশনা মেনে আবেদন করতে হবে।
এপ্লিকেশন ডেডলাইনঃ ৩১শে জুলাই, ২০২৩।
সেশনঃ জানুয়ারি, ২০২৪।
ইউনিভার্সিটি ওয়েবসাইট লিঙ্কঃ https://tinyurl.com/3sb86b37

Post a Comment

0 Comments