আলহামদুলিল্লাহ!
সুপারিশপ্রাপ্ত,
বিসিএস প্রশাসন ক্যাডার
মেধাক্রম: ৬৯
৪১ তম বিসিএস।
অনেকেই জানতে চেয়েছেন কোন কোন বই পড়লে ভালো হবে এবং কিভাবে পড়লে ভালো হবে।
আজকে শুধু প্রিলিমিনারি বই কি কি পড়লে ভালো হবে তাই বলি।
আমি মূলত সকল সাবজেক্ট দুই ক্যাটাগরিতে বই নির্বাচন করেছি। একটা হলো ' মূল বই' আরেকটা হলো 'সহায়ক বই'!
সকল সাবজেক্ট এর ' মূল বই' গুলো বেশি বেশি পড়েছি। কোন কোন বই শতবার আই মিন শতবার পড়েছি। আর ' সহায়ক বই' মাঝে মাঝে পড়েছি।
আমার মনে হয় প্রিলিতে বেশি বই না পড়ে একই বই বারবার পড়া ভালো। এবং পরীক্ষার আগে বেশি বেশি মডেল টেস্ট বই সলভ করা।
প্রিলিমিনারী বুক লিস্ট:
★বাংলা সাহিত্য: ২০ নম্বর
মূল বই:
১। বাংলা এমপিথ্রি
সহায়ক বই:
১। লাল নীল দীপাবলি
২। সৌমিত্র শেখর থেকে গুরুত্বপূর্ণ সাহিত্য ও সাহিত্যিক
৩। কনফিডেন্স এর বাংলা সাহিত্য বইটা, এটা লিখিত তে কাজে দেয়।
★ বাংলা ব্যাকরণ: ১৫ নম্বর
মূল বই
১। বাংলা এমপিথ্রি
সহায়ক বই:
১। ক্লাস নাইনের আগের ব্যাকরণ বই
★ ইংরেজি গ্রামার: ২০ নম্বর
মূল বই:
১। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বই
সহায়ক বই:
১। ওয়ার্ড স্মার্ট( পার্ট ১ ভালো করে)
২। ক্লিফস টয়েফেল( রুলস আর এক্সারসাইজ শুধু)
★ ইংরেজি সাহিত্য: ১৫ নম্বর
১। শরীফ হোসাইনের লিটারেচার বই( শুধু গুরুত্বপূর্ণ গুলো)
সহায়ক বই:
১। ডাইজেস্ট এর লিটারেচার পার্ট
★ গনিত: ১৫ নম্বর
মূল বই
১। প্রফেসর'স এর প্রিলি ম্যাথ
সহায়ক বই
১। বিসিএস লিখিত ম্যাথ ককটেল
২। ক্লাস নাইনের জেনারেল ম্যাথ বই
৩। সাইফুরস ম্যাথ
★ মানসিক দক্ষতা: ১৫ নম্বর
১। বিসিএস লিখিত মানসিক দক্ষতা বই। ( compass প্রকাশনীর টা ভালো)
এক্ষেত্রে, শুধু লিখিত টা পড়লেই হবে।
★ বাংলাদেশ বিষয়াবলী: ৩০ নম্বর
মূল বই:
১। বাংলাদেশ বিষয়াবলী এমপিথ্রি
২। সাম্প্রতিক আলালস জিকে
সহায়ক বই:
১। ক্লাস নাইনের সামাজিক বিজ্ঞান বই
২। মান্না দে, সংক্ষিপ্ত সাধারন জ্ঞান
★ আন্তর্জাতিক বিষয়াবলী: ২০ নম্বর
মূল বই:
১। আন্তর্জাতিক বিষয়াবলী এমপিথ্রি
২। সাম্প্রতিক আলালস জিকে
সহায়ক বই:
১। মান্না দে, সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান
★ ভূগোল: ১০ নম্বর
১। এমপিথ্রি
★ বিজ্ঞান: ১৫ নম্বর
মূল বই: এমপিথ্রি
সহায়ক বই:
১। ক্লাস নাইনের সাধারণ বিজ্ঞান
★ কম্পিউটার: ১৫ নম্বর
১। ইজি কম্পিউটার
★ নৈতিকতা ও সুশাসন: ১০ নম্বর
১। প্রিলি ডাইজেস্ট অংশ
★ প্রিলি মডেল টেস্ট বই:
১। এসুরেন্স
২। প্রিসেপটর্স
ধন্যবাদ,
শরীফ শুভ্র
সাবেক 'সিনিয়র অফিসার' বাংলাদেশ কৃষি ব্যাংক।
সাবেক 'অফিসার'বাংলাদেশ কৃষি ব্যাংক।
বর্তমানে কর্মরত, ৩৮ বিসিএস নন ক্যাডার( ৯ম গ্রেড)।
৪১ বিসিএস প্রশাসন ক্যাডার।
৪৩ বিসিএস ও ৪৪ বিসিএস লিখিত ফল প্রত্যাশী।
0 Comments