উওরা ব্যাংকের সুযোগ-সুবিধা


 উওরা ব্যাংকের কাজের পরিবেশ, জব এনভায়রনমেন্ট -

উওরা ব্যাংকে এসিস্ট্যান্ট অফিসারের প্রমোশন গ্রোথ স্লো , ডিউ হওয়ার পরও এক দুই বছর লেগে যেতে পারে। কাজের পরিবেশ অনেক ভালো। কে পি আই এখন পর্যন্ত না থাকার কারণে টার্গেটজনিত প্রেশারটা এখনো নেই। একই ডেস্কে পুরো জেনারেল ব্যাংকিং জনিত কাজ করতে হতে পারে ( ব্রাঞ্চ ভেদে)। ছেলেদের পোস্টিং মনমতো না হওয়ার সম্ভাবনা শতভাগ বলা যায়। নিজ বাসা/ বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং হবে এমন মানসিকতা নিয়ে জয়েন করতে হবে। উত্তরা ব্যাংক ট্র্যাডিশনাল ব্যাংকিং করে , এগ্রেসিভ না। আমাদের জেনারেশন যে ধরনের ব্যাংকিং দেখে অভ্যস্ত, সে ধরণের ব্যাংকিং এখানে নাও পেতে পারে। অফিস ইন্টেরিয়র এখনো পুরোনো ধাঁচের, আধুনিক ইন্টেরিয়র বা পশ লুক এক্সপেক্ট না করাটাই শ্রেয়।


সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয় , বর্তমানে দেশের সবচেয়ে নিরাপদ ব্যাংকগুলোর একটি ব্যাংক হিসেবে এখনো পুরোদমে উত্তরা ব্যাংক ব্যবসা করে যাচ্ছে। এখন পর্যন্ত এই ব্যাংকের কোনো ধরণের ক্রাইসিসে পড়তে হয়নি। অন্যান্য এগ্রেসিভ ব্যাংকগুলোর মত রিস্কি মুভ না নেওয়ার কারণে উত্তরা ব্যাংকের ব্যবসা এখনো বহাল তবিয়তে আছে , যার জন্য এখানে চাকরিরত কর্মকর্তাদের জব সিকিউরিটি অনেক বেশি এবং নিরাপদ। ব্যাংক পারফরম্যান্স ছাড়াও , কোনো ধরনের মেজর ফল্ট না করলে , চাকরিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নেই।সোর্স- মাজহারুল আয়নান

Post a Comment

0 Comments