ব্যাংক এবং বিসিএস প্রিলিমিনারি প্রস্তূতি একসাথে

 ব্যাংক এবং বিসিএস প্রিলিমিনারি প্রস্তূতি যারা একসাথে নিবেন তাদের জন্যে

আমি ২০২২ সালের জুন মাস থেকে সরকারি চাকরীর প্রিপারেশান নেওয়া শুরু করি৷ এক্ষেত্রে আমার প্রথম চয়েস ছিলো ব্যাংক কারণ বিসিএস প্রিলির অনেক সময় বাকি ছিলো। এক্ষেত্রে প্রথমেই বলে রাখি আমার ম্যাথ এবং ইংলিশ বেসিক মোটামুটি ভালো বলা যায়। আর আমার বিগত ৭ বছরের স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। সুতরাং ব্যাসিক ভালো থাকলে এখানে এডভানেটেজ বেশি পাবেন।। দ্বিতীয়ত, এই ফিল্ডে আসতে চাইলে আপনাকে রেগুলারিটি বজায় রাখতে হবে৷। যদি আপনি প্রতিদিন মিনিমাম ৭ ঘন্টার উপরে পড়ার মতো মেন্টালিটি না রাখতে পারেন তাহলে এই পোস্টটি আপনার জন্যে নয় এবং ৩ দিন পড়বেন ২ দিন পড়বেন না তাহলে হবে না।।
এবার আসুন কিভাবে পড়বেন? স্ট্র্যাটেজি কি হবে?
প্রথম ফরজ কাজ:---
বর্তমান সরকারি ব্যাংকের প্রশ্ন করতেছে বি আই বি এম৷ প্রথমেই আপনাকে বিগত বছরের সরকারি এবং বেসরকারি ব্যাংকের বই গুলো ভাজা ভাজা করে পেলতে হবে৷ এক্ষেত্রে,
BIBM,IBA,BUSINESS FACULTY,ARTS FACULTY এর প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে৷
পাশাপাশি, প্রফেসরস জব সলুশ্যান অথবা ফেনোম জব সলুশ্যান এর সকল প্রশ্ন আই রিপিট সকল প্রশ্ন❓ পড়তে হবে৷
জব সলুশ্যান পড়ার নিয়ম:-
যারা নতুন তারা পুরা বই একবার না দাগানো ছাড়া পড়ে যাবেন৷ এরপর দ্বিতীয়বারে আপনি যেই প্রশ্নগুলো পারেন না সেগুলো খাতায় লিখবেন এবং লাল কলম দিয়ে ব্যাখ্যা সহ দাগাবেন৷ আর যেগুলো কনফিউজড সেগুলো ব্লু কালারের কলম দিয়ে দাগাবেন।
উপরের ৪ টা লাইন আবার পড়ুন এবং বুজুন।। এভাবে করার পর আপনি তৃতীয়বারের মতো জব সলুশ্যান রিভাইস করবেন৷
২য় কাজ:-
বিষয়ভিত্তিক প্রিপারেশান
বাংলা :- এটি আপনার চাকরীর ২৫% নাম্বার এর যোগানদাতা।। গ্রামারের জন্যে অভিযাত্রী এবং সাহিত্যের জন্যে অগ্রদূত এবং বিরচন পার্টের জন্যে এটিএম পড়তে পারেন৷ বাংলার ব্যাংক এবং বিসিএস প্রিপারেশান একই৷ সুতরাং এটি কত গুরুত্বপূর্ণ বিষয় তা ২৫% লিখা দেখেই বুজছেন আশা করি৷
সাধারণ জ্ঞান:- ব্যাসিক ভিউ বান Mp3 যেকোনো একটি পাবলিকেশন্স পড়তে পারেন৷ তবে যাই পড়ুন না কেনো এক বই পড়বেন, দাগিয়ে করবেন মিনিমাম তিনবার শেষ করবেন। খাতায় গুরুত্বপূর্ণ তথ্য নোট করবেন। ব্যাংক বিসিএস দুটোই কভার দিবে।।
বিগত বছরের প্রশ্ন ভালো মতো পড়বেন।। একদম ভাজা ভাজা করে পেলবেন।
ইংরেজী:- প্রিলি টিকবেন নাকি টিকবেন না নির্ভর করবে এই জায়গার উপর।।
ব্যাসিক সমস্যা থাকলে ঠিক করে নেন কোনো কোর্স করে৷। English For Competitive English/Master English book বই হিসেবে ভালো তবে ডিফেন্ড করবে আপনার ব্যাসিকের উপর ব্যাসিক ভালো না হলে কম্পিটিটিভ পড়েন৷ আর ব্যাংকে যারা এক্সাম দিবেন তারা GRE ANALOGY,VOCABULARY পড়তে হবে৷ এবং আইবিএ এবং বি আই বি এম এর প্রিভিয়াস প্রশ্ন আপনাদের জন্যে ফরজ৷ Salman Mohammad Aashraf
গণিত:- ট্রাম্প কার্ড।। না পারলে প্রিলি টিকার চান্স আন্ডার ১০%৷ এজন্যে বেশি বেশি ম্যাথ প্র্যাক্টিস করুন যাদের ব্যাসিক দূর্বল তারা ৮ম শ্রেণির বই টা দিয়ে শুরু করেন অথবা আশরাফুল ভাই এর ম্যাথ ককটেল প্রিলি টা দেখতে পারেন৷ আর যারা ব্যাংকের প্রিপারেশান নিবেন তারা অবশ্যই ইংরেজী ম্যাথ প্র্যাক্টিস করবেন খাইরুল বা আনসারি যেকোনো বই থেকে৷
ব্যাংক রিটেনের প্রস্তুতির জন্যে ফ্রী হ্যান্ড রাইটিং প্র্যাক্টিস করুন এক্ষেত্রে পেপার পড়ুন। প্রতি মাসের কারেন্ট এফেয়ার্স পড়ুন। রিটেন নিয়ে আরেকদিন লিখব নে৷। এভাবেই আমি ব্যাংক এবং অন্যান্য সরকারি চাকুরীর প্রিলি প্রিপারেশান নিয়েছি৷ এবং আলহামদুলিল্লাহ বিগত নভেম্বর থেকে এখন পর্যন্ত আমি কোনো প্রিলি ফেইল করি নাই৷। রোজার দ্বিতীয় সপ্তাহ থেকে বিসিএস এর অন্য সাবজেক্ট গুলো পড়েছি। সবশেষে আলহামদুলিল্লাহ।।।


এখন আমার প্রিলির বাধা নেই আর কোনো৷ তাই গুছালো প্রিপারেশান নেন। প্রিলির জন্যে গুছালো ৮-১০ মাস ই এনাফ৷।
এই ছোট্ট জার্নিতে আমার সামান্য কিছু অর্জন। সবাই দোয়া করবেন আমার জন্যে৷।। কয়েকজনের অনুরোধ ছিলো তাই লিখলাম।। ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Post a Comment

0 Comments