প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইংরেজীর সব কিছু জানার দরকার নেই শুধু ৫ টা জিনিসের উপর জোড় দিন। ইংরেজী সম্পর্কিত সমস্যার সিংহভাগেই সমাধান হয়ে যাবে।
1. Vocabulary
2. Sentence Making Structure
3.Reading
4. Speaking
Vocabuilder বইটা থেকে প্রতিদিন কমপক্ষে দুইটা ওয়ার্ড গ্রুপ শেষ করুন। শুরু করবেন Economics অংশটা দিয়ে। মনে রাখবেন গ্রুপওয়াইজ ওয়ার্ড শিখাটা সবচেয়ে কম কস্টকর এবং মনেও থাকে বেশী। যেমন ধরলেন উন্নতি সম্পর্কিত যত ওয়ার্ড আছে এক সাথে এখানে পাবেন, সুখ দু:খ সম্পর্কিত সব ওয়ার্ড এখানে পাবেন। অর্থনীতি সম্পর্কিত সব ওয়ার্ড এখানে এক সাথে পাবেন ইত্যাদি..পড়তে মজা লাগবে এবং ভুলবেন না। ( এর জন্য সময় নি ৩০ মিনিট)
ওরাকল ভোকাবুলারি বইটাতে নিউজ প্যাপার ভোকাবুলারি গুলো একদম ঠোঠস্ত করে ফেলেবন ট্রান্সলেশনে অনেক কাজে দিবে। খুব বেশি সময় লাগবে না। ৯৬৬ টা ভোকাবুলারি আছে। আপনি যদি প্রতিদিন ৩০ টা করে শিখেন তাহলে ১৫ দিনের বেশী লাগবে না। কারণ এর মধ্যে অনেক গুলোই আপনি হয়তো বা জানেন।
আরিফুর রহমানের ব্যাংক ভোকাবুলারিটা কালেক্ট করে নিন। এটা ২০০১-২০১৮ সাল পর্যন্ত ব্যাংক এক্সামে যত ভোকাবুলারি আসছে সেটা দেয়া আছে। প্রতিদিন এখান থেকে ১০ পেইজ পড়ুন সময় লাগবে ২০ মিনিট। এর মধ্যে অনেক ভোকাবুলারিই দেখবেন আপনি পারতেছেন। আর যে গুলো না পারেন, কঠিন মনে হয় সেগুলো একটা প্যাডে কিংবা খাতার পাতা ছিড়ে লিখে ১০ টা ভোকাবুলারি সাথে প্রত্যেক্টার ৫ টা করে synonym দিয়ে একটা ফ্লাস কার্ড তৈরী করুন। যখন বাসা থেকে বের হবেন এটা পকেটে নিয়ে নিবেন মাঝে মাঝে ছোখ বুলাবেন। মুখস্থ করার দরকার নাই। দেখবেন মুখস্থ হয়ে গেসে।
2.
Sentence Making Structure (SMS)
:
এই বিষয়টার জন্য S.M Zakir Hussain স্যারের A dictionary of English Structure, Fundemental of Learning English ( Professor series 5 ) বই দুইটার কোন বিকল্প নাই। খুব সুন্দর করে লিখা। আপনি নিজে নিজে পড়ে অনেক sentence তৈরী করতে পারবেন শুদ্ধ উপায়ে। ফ্রি হ্যান্ড রাইটিংস এ অনেক কাজে আসবে। যদি সময় থাকে তাহলে উনার লিখিত Universal writing skill বইটা পড়ুন । আর যদি হাতে একদম সময় নাইই থাকে তাহলে অন্তত উনার A passage to English language বইটার চ্যাপ্টার ২৯, ৩০, ৩১, ৪২ এবং ট্রান্সলেশন পার্ট- এই গুলো ভালো করে পড়ুন। টনিকের মতো কাজে দিবে।
এর অভ্যাসটা আপনার মধ্যে তিনটা জিনিস বাড়াবে। প্রথমটা হচ্ছে Logical Order of Sentence অর্থাৎ বাক্যগুলোর প্রাসঙ্গিক ক্রম। কোন বিষয়টার পর কোন বিষয়টা আলোচনা করা দরকার, কিংবা আসবে। বাক্যগুলোর সজ্জা কি রকম হওয়া উচিত। দ্বিতীয়টা হচ্ছে আপনি নতুন নতুন Word, Phrase এবং Collocation এর সাথে পরিচিত হবেন। যেটা আপনার লেখার ক্ষেত্রে খুব কাজে দিবে। নতুন অনেক শব্দই আপনি জানতে পারবেন যেটা আপনি সচরাচরভাবে পড়ে হয়তো জানতে পারবেন না৷ কিংবা জানতে পারলেও এর ব্যবহার করাটা আপনার জন্য কঠিন হয়ে যেত। কিন্তু Reading Habit সেটাকে আপনার মধ্য থেকে দূর করে দিবে৷ তৃতীয়টা হচ্ছে আপনার পেসেজের সামারি লিখার দক্ষতা বাড়বে। যেটা বিসিএস/ব্যাংক রিটেনে সামারি, ফোকাস রাইটিং কিংবা শর্টনোট লেখার ক্ষেত্রে খুব কাজে দিবে। তাই প্রতি দিন কমপক্ষে ৩০ মিনিট হলেও বিভিন্ন ইংরেজি পত্রিকা, জার্নাল কিংবা আর্টিকেল পড়ুন। ইংরেজী পত্রিকার ক্ষেত্রে Washington Post, New york Time, The Atlantic, Economist কিংবা Daily Star পত্রিকা গুলো পড়তে পারেন।
একটা জিনিস মনে রাখবেন If you can speak well, Definitely you can write well. But If you can write well seldom you can speak well. তাই স্পিকিং এর কোন বিকল্প নাই। এই স্পিকিং এবিলিটি বাড়ানোর জন্য যে কোন একটা Cue Card কিনে কিংবা অনলাইনে কারো সাথে প্রতিদিন কমপক্ষে ২০ মিনিট প্র্যাক্টিস করুন।অথবা একটা করে cue card শেষ করুন। ( স্পোকেনের উপর আমার দেয়া লিখাটা পড়ুন। আরো বিস্তারিত পাবেন)
masum ibne noor - AD ,BB
সাইফুর্স ট্রান্সলেশন টা পড়ুন খুব ভালো করে। আর ট্রান্সলেশনের টেকনকি গুলো রপ্ত করার জন্য প্রতি মাসের মোঃ মহিউদ্দিন সম্পাদিত মাসিক এডিটোরিয়াল নিউজ পত্রিকাটা সঙ্গে রাখুন অনেক উপকৃত হবে। ট্রান্সলেশন কে ভেঙ্গে ভেঙ্গে বুঝার জন্য অন্যতম একটা বই । এখান থেলে প্রতিদিন কমপক্ষে দুইটা ( একটা E2B এবং একটা B2E) Translation প্র্যক্টিস করুন। ভুল হোক কোন সমস্যা নাই। কারন Learning Through Mistakes => ভুলের মাধ্যমেই আপনি শিখতে পারবেন। তাই আজকে থেকেই শুরু করে দিন।
সবশেষে আমি একটু দুঃসাহস নিয়েই আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি যদি উপরের উল্লিখিত ৫ স্টেপকে ভিত্তি করে ৫ মাস অনুশীলন করেন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনার বিগত ৫ বছরের ইংরেজি সমস্যার ৯০ ভাগ দূর হয়ে যাবে৷ যদি আমার কথায় আপনার সন্দেহ হয় তাহলে চর্চা শুরু করুন। ভাবছেন কিভাবে করবেন? তাহলে আপনার বলছি, একটা কথা ভালো করে স্মরণ রাখুন If you think it is important for you, You will search a chance, But If think it's not important for you, You will search an excuse.
0 Comments