সরকারী Store Keeper পদের কাজ সমূহ

#সরকারি গুদাম রক্ষক (Store Keeper) 

তৃতীয় শ্রেণী বা ১৬ গ্রেডের কর্মচারী ।


🌐উক্ত পদের দায়িত্ব নিম্নরূপ:


🔰সরকারি গুদাম হইতে মনোহারী দ্রব্যাদি, ফরমস ও অন্যান্য মালামাল গ্রহণ করা এবং বিভাগীয় গুদামে সংরক্ষণ করা ।


🔰উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গুদাম ব্যবস্থাপনা 

ও মালামাল গ্রহণ, সংরক্ষণ ও বিতরণের যাবতীয় কার্যক্রম সুষ্ঠু ও নিয়ম মোতাবেক পালনের দায়িত্বে নিয়োজিত থাকা এবং লেজার বই লিপিবদ্ধকরণ ।


🔰ক্রয়কৃত যে কোন মালামাল গ্রহণ ও বিতরণ নিশ্চিতকরণ,

সঠিক সময়ে সঠিক স্থানে প্রয়োজনীয় মালামাল সরবরাহের প্রস্তাব উপস্থাপন করা এবং অনুমোদনক্রমে সরবরাহের ব্যবস্থা করা।


🔰গুদামে রক্ষিত ব্যবহার অযোগ্য মালামাল চিহ্নিত করা ও নিয়ম মোতাবেক ধ্বংস করার কাজে উদ্যোগ গ্রহণ করা ।


🔰স্বল্প মেয়াদী সামগ্রী ও অন্যান্য সরঞ্জামাদি মেয়াদ উত্তীর্ণের আগে বিতরণ নিশ্চিত করা ।


🔰চাহিদাপত্র প্রস্তুত ও সরকারি গুদাম হতে সংগ্রহের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ।

🔰চাহিদা অনুপাতে মনোহারী দ্রব্যাদিসহ অন্যান্য সকল দ্রব্যাদি সরবরাহ করা ।

🔰গুদামে রক্ষিত মালামালের মানসম্মত পরিবেশ নিশ্চিত করা ।

🔰অফিসের যাবতীয় আসবাবপত্র সংরক্ষণ ও সরবরাহ করা ।

🔰কেন্দ্রীয় /আঞ্চলিক পণ্যাগার হইতে প্রাপ্ত এবং বিদেশ হইতে আমদানীকৃত মালামাল ও স্থানীয়ভাবে সংগ্রহীত মালামাল সঠিকভাবে শর্তানুযায়ী গ্রহণ ও সংরক্ষণ করা এবং বিতরণ নীতিমালা অনুযায়ী ত্বরিৎ সরবরাহের ব্যবস্থা করা ।

🔰প্রয়োজনে বিভিন্ন পণ্যাগারে গুদামের অবস্থা সরজমিনে পরিদর্শন করা ।

এছাড়াও সময়ে সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত দায়িত্ব পালন করা। সোর্স-Sakibul Hasan 

Post a Comment

0 Comments